হাম*লা, দখ*লদারি ও স*ন্ত্রাসের বিরুদ্ধে রাঙ্গাবালীতে ছাত্রদের বিক্ষো*ভ

রফিকুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী),
স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারিত্ব ও সংখ্যালঘুদের উপাসনালয়ে উদ্দেশ্য প্রনোদিত হামলার প্রতিবাদে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে বাহেরচর বাজার চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শত শত ছাত্র-ছাত্রী অংশ নেন।
বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজের শিক্ষার্থী তানজিমুল আবিদ, পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী মুনশি মুহম্মদ সুইম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবিত মাহমুদ, কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মেসবাফুল আলম হৃদয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবিউল হাসান নয়ন।
এসময় শিক্ষার্থীরা বলেন, এদেশে কোন লেজুড়বৃত্তিক রাজনীতি চলবেনা। মানুষের ওপর হামলা, নির্যাতন, বাড়ি-ভেঙে দেয়া, লুটপাট কিংবা দখলদারত্ব ও চাঁদাবাজি চলবেনা। এক স্বৈরাচারকে বিদায় করে অন্য কোন স্বৈরাচারকে ক্ষমতায় আনার জন্য ছাত্র সমাজ আন্দোলন করেনি। স্বৈরাচার শেখ হাসিনা সরকার ছাত্রদের ২৫ দিনের আন্দলনে দেশ ছেড়ে পালিয়েছে। সুতরাং এখন যারা লুটপাট, দখলদারি ও চাঁদাবাজি করছেন তাদেরকে প্রতিহত করতে ২৫ মিনিটও সময় লাগবেনা। তাই হানাহানি ও বিভেদ ভুলে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করুন।

রফিকুল ইসলাম
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *