বৈষম্যবিরোধী সাংবাদিকতা প্রতিষ্ঠায় খাগড়াছড়িতে আলোচনা সভা ও সাংবাদিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে

নুরুল ইসলাম (টুকু)
জেলা প্রতিনিধি,খাগড়াছড়ি।

১২ ই (আগস্ট) ২০২৪ রোজ সোমবার সকাল ১০ ঘটিকার সময় খাগড়াছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বৈষম্যবিরোধী সাংবাদিকতা প্রতিষ্ঠায় খাগড়াছড়িতে পুনর্গঠিত খাগড়াছড়ি প্রেসক্লাব এর বর্তমান সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সাংবাদিক সমীর মল্লিকের সঞ্চালনায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দীন মজুমদার। সভায় জেলার নয় উপজেলার সিনিয়র সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।এসময় সকল সাংবাদিকদের উপস্থিতিতে এক মহা মিলন মেলায় পরিনত হয় প্রেসক্লাব।

এসময় বক্তারা বলেন জেলা প্রেসক্লাব সকল সাংবাদিক এর জন্য উন্মুক্ত থাকবে।এটা কারো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়।

এতে উপজেলা প্রেসক্লাব থেকে বক্তব্য রাখেন, মো.মোবারক হোসেন, এসএস জাহাঙ্গীর আলম, মো. নুরুল আলম, দীপক সেন, কেফায়েত উল্লাহ, মো.শাহজাহান সাজু, মো. মহসিন, শ্যামল রুদ্র, নিজাম উদ্দিন লাভলু, নুরুল ইসলাম টুকুসহ প্রমূখ।

এছাড়া সভায় উপস্থিত থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্য, উদ্দেশ্য ও গণমানুষের ন্যায্য দাবী সম্পর্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মো. মুন্না, মো. আফিক, মাজহারুল ইসলাম প্রমূখ।

ছাত্র নেতারা বলেন, সাংবাদিক সমাজ দেশ ও জাতির চর্তুথ স্তম্ভ এবং সমাজের আয়না। তাঁরা এই সমাজ ও দেশ উন্নয়নে রেফারীর ভূমিকা নিয়ে লুটপাট, দুর্নীতি,অনিয়মের বিরুদ্ধে কাজ করবে, সাদাকে সাদা এবং কালোকে কালো বলা শেখাতে হবে। অযথা সংবাদ বা নিউজকে আকর্ষনীয় করতে গিয়ে সত্যকে আঁড়াল করা থেকে বিরত থাকতে হবে। সোশাল মিডিয়ার কোন কথা গুরুত্ব না দিয়ে প্রকৃত সত্য জানাতে ভূমিকা রাখতে হবে।

এই ছাত্র আন্দোলন করতে গিয়ে আহত বা ক্ষতিগ্রস্তরা কোন ছাত্র আন্দোলনের জন্য কোন সুবিধা নেবে না! ছাত্রদের এই নিঃস্বার্থ ত্যাগ দেশ ও সমাজের জন্য উৎসর্গ করা হয়েছে। ছাত্র আন্দোলনের নামে কোন অর্থ সংগ্রহ হবে না! এটা হয়ে থাকলেও তা গ্রহন করা হবে না। ফান্ডের প্রয়োজন দেখা দিলে, তা জাতিকে অবশ্যই জানানো হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *