January 15, 2025, 8:04 am
খলিলুর রহমান খলিল , নিজস্ব প্রতিনিধি
তারাগঞ্জ থানা পুলিশ বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়েও স্বল্প পরিসরে সেবা দিয়ে আসছিলেন, গতকাল সোমবার (১২ আগস্ট) সকাল থেকে সম্পূর্ণ সেবা দেয়ার কথা জানিয়ে কার্যক্রম শুরু করেছে । ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমানসহ পুলিশ সদস্যরা। এসময়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তরিকুল ইসলাম ও ওসি সিদ্দিকুর রহমানের আহবানে তার সাথে দেখা করেন তারাগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।
তারাগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, আমরা সবসময় জনগণের নিরাপত্তা দিয়েছি। আমরা ছাত্র ও জনগণের সহযোগিতায় আবারও থানার কার্যক্রম শুরু করেছি। আমরা ছাত্র ও জনগণের সহযোগিতা চাই। তাদের সহযোগিতায় দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনব ইনশাল্লাহ ।
অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, নতুন বাংলাদেশ গড়তে আপনারা যে দায়িত্ব কাঁধে নিয়েছেন, সেই উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত আপনারা সক্রিয় থাকুন। আপনারা নতুন বাংলাদেশ গড়ে, তবেই ঘরে ফিরবেন। একইসাথে, অন্যায়ের সাথে আপোষ এবং থানা কেন্দ্রিক তদবির না করতে অনুরোধ করেন তিনি।
ছাত্ররা বলেন, নতুন বাংলাদেশ গঠনে আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশের পাশে থাকবে শিক্ষার্থীরা। তারা যে কোন প্রয়োজনে সাহায্য করবে প্রশাসন এবং থানাকে। তারা বলেন৷ পুলিশ যেন পূর্বের মতো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত না হয়। পুলিশ যেন ঘুষ, দূর্নীতি এবং জনগণের প্রতি অসদাচরণ মুক্ত হয়। পুলিশ যেন সত্যিকারের জনগণের বন্ধু হয়ে উঠে ।
আলোচনা শেষে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে তিনি থানার গেটে গিয়ে উপস্থিত ছাত্র, জনগণের সাথে ফুলের তোড়া দিয়ে কুশলাদি বিনিময় করেন।