মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আইন শৃঙ্খলা সার্বিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র জনতা বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ শাখার নেতা-কর্মীদের সাথে আইনশৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা চেয়ারম্যান মোস্তফা মহসিন সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমীর মাজেদুর রহমান, পৌর জামাতের আমির মোঃ একরামুল হক, উপজেলা আমির অধ্যাপক শহিদুল ইসলাম, সেক্রেটারি আতাউর রহমান, বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিন,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাফি,রংপুর কারমাইকেল কলেজের নুর, মেহেদী হাসান মীম, মাহিগঞ্জ পলক প্রমূখ। বক্তারা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসার জন্য সকলকে অনুরোধ জানান।
Leave a Reply