সাবেক ধর্মমন্ত্রী কায়কোবাদের তহবিল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে নিহত ৩ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান 

মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে ঢাকায় পুলিশের গুলিতে কুমিল্লার মুরাদনগর উপজেলার নিহত ৩ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে । কুমিল্লা-৩ মুরাদনগরের ৫ বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয়u ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর পক্ষ থেকে প্রতি পরিবারে নগদ ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে ।

কোটা বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ঢাকায়  গুলিতে নিহতরা হলেন: মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে মোচাগড়া গ্রামের মৃতু মুহর আলী মুন্সীর ছেলে আব্দুল আউয়াল (৫৬), রামচন্দ্রপুর উঃ ইউনিয়নের আমিননগর গ্রামের সোহরাব মিয়ার ছেলে মোঃ পারভেজ (২১) এবং বাঙ্গরা পূর্ব ইউনিয়নের দৌলতপুর গ্রামের সেলিম কাজীর ছেলে কাজী নাজমুল ইসলাম (৩০)।

গতকাল ১১ আগস্ট শনিবার বিকেলে উপজেলার নিহত ৩ জনের পরিবারের বাড়িতে গিয়ে পঞ্চাশ হাজার টাকা করে অনুদান তুলে দেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন: মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ মহিউদ্দিন অঞ্জন, বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভূইয়া, নজরুল ইসলাম, ফারুক সরকার মজিব, বিএনপি সদস্য সোহেল আহম্মেদ বাবু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা, যুবদল নেতা মাসুম মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফারুক আহম্মেদ বাদসা, হেফাজতে ইসলাম বাংলাদেশের মুরাদনগর উপজেলার নায়েবে আমীর হাফেজ আমিনুল ইসলাম, নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহুল আমিন তুহিন, কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা ওলামা দলের আহ্বায় মাও: মহিবুল্লাহ প্রমূখ। সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ নিহতদের স্মরণে মোবাইল ফোনের মাধ্যমে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও দোয়া করেন। এছাড়াও তাঁর পক্ষ থেকে নিহত পরিবারকে প্রতি মাসে নগদ অর্থ সহযোগিত করা হবে বলে জানানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *