বাগআঁচড়ায় স্বৈরাচার পতন আন্দোলনে নিহত ছাত্রদের স্বরণে শোক সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজিজুল ইসলাম : যশোরের শার্শার বাগআঁচড়ায় মঙ্গলবার বিকেলে বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ যুবলীগ ও ছাত্রলীগের  হামলায় নিহত ছাত্রদের স্বরণে এক শোক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি ব্যবসায়ী আব্দুল কুদ্দুস আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও শার্শার সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন,আওয়ামী সরকারের শাসনে গোটা জাতি নিষ্পেষিত ছিলো। আজ জাতী মুক্ত। এই সরকারের হাত থেকে গণতন্ত্র পুনরদ্ধার আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ছাত্ররা নিহত হয়েছেন তাদের এ জাতি শ্রদ্ধা ভরে স্বরণ করবে। 

এসময় তিনি বিএনপি নেতাকর্মীদের কোন ধরনের প্রতিশোধ পরায়ন না হতে অনুরোধ করে বলেন,কোন মসজিদ মাদ্রাসার ছাত্র ইমাম মুয়াজ্জিনদের সাথে খারাপ আচারণ করা যাবে না। কোন দোকানপাটে হামলা লুট করা যাবে না। সকল ব্যবসায়ী সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের কে যুবদল ছাত্রদল কৃষকদলকে পাহারায় রাখার জন্য আদেশ প্রদান করেন।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান মিঠু,কায়বা ইউন বিএনপি নেতা,তাজউদ্দীন আহম্মেদ, মশিয়ার রহমান,কায়বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুছ,শহিদুল ইসলাম সহ বাগআঁচড়া,কায়বা,গোগা ইউনিয়ন যুবদল ছাত্রদল ও কৃষকদলের নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *