বেতাগীতে বৈষ*ম্যবিরোধী ছাত্র আ*ন্দোলনের ব্যানারে বিক্ষো*ভ ও গণমিছিল

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক দফা দাবিতে অসহযোগ আদালন পালন করছল শিক্ষার্থীরা। এসময় তারা বিক্ষোভ ও গণমিছিল কর। তাঁদর মিছিল বিভিন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করন।

রাবিবার (৪ আগষ্ট) সকাল ১১ টার দিক বৈষম্যবিরাধী ছাত্র আদালনর ব্যানার বেতাগী উপজলার চান্দখালী বাজারে স্থানীয় বিভিন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়। এ সময় মাথায় লাল কাপড় বেঁধে বিভিন শ্লোগান দিয়ে শিক্ষার্থীরা। এতে নানা সমাবেশে শিক্ষার্থীরা সরকারর পদত্যাগ না হওয়ার পর্যন্ত আন্দোলন চালিয় যাওয়ার ঘোষণা দেয়।

এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কয়ক ঘন্টার জন্য ওই এলাকার যানবাহন চলাচল সড়ক বন্ধ ছিল। তবে শিক্ষার্থীদর বিক্ষোভ পুলিশ কোনপ্রকার বাঁধা দেয়নি। তবে তারা সতর্ক অবস্থানে রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *