January 15, 2025, 7:43 am
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
লালমনিরহাটের কালীগঞ্জে ৩মাস ব্যাপী ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স পরিদর্শন করেন জেলা আইসিটি অফিসার অনিমেষ চন্দ্র বসুনিয়া। পিএফ আইটি ট্রেনিং সেন্টারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় প্রফিট ফাউন্ডেশন এর বাস্তবায়নে ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রান্তিক জনগোষ্ঠীর বেসিক আইটি ট্রেনিং প্রকল্পের আওতায়- ৩ মাস ব্যাপী ফ্রি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন প্রশিক্ষণ কোর্স চলমান রয়েছে । প্রশিক্ষণ কোর্স পরিদর্শন করেন লালমনিহাট জেলা আইসিটি অফিসার ও প্রোগ্রামার অনিমেষ চন্দ্র বসুনিয়া।
এ সময় উপস্থিত ছিলেন পিএফ এর নিবার্হী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ, পিএফ এর চেয়ারম্যান মোছাঃ মোতাহারা বেগম। জেলা আইসিটি অফিসার বলেন যে, প্রফিট ফাউন্ডেশন ফ্রী ৩ মাস ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম খুবই ভালো ও সুন্দর পরিবেশ । প্রশিক্ষণ কোর্স টি ৪ টি গ্রুপে ২৫ জন করে নারী-পুরুষ অংশগ্রহণ করে। আগামীতে আরো ব্যাপক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম করার উৎসাহ প্রদান ও সহযোগীতার আশ্বাস দেন।
হাসমত উল্লাহ ।।