মহালছড়িতে সেনা বাহিনীর পক্ষ থেকে দরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন সহযোগিতা প্রদান

মিঠুন সাহা,পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি।।

‘শান্তি সম্প্রীতি ও উন্নয়ন’ এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের দিকনির্দেশনা ও খাগড়াছড়ি রিজিয়নের তত্বাবধানে এবং মহালছড়ি জোনের উদ্যোগে ‘মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের’ উদ্বোধন ও  দরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১ লা আগস্ট) সকালে খাগড়াছড়ি রিজিয়নের অধীনস্থ মহালছড়ি জোনের অন্তর্গত মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন এবং সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে উপহার সামগ্রী বিতরণের উদ্দেশ্যে ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি, কমান্ডার ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ি রিজিয়ন মহোদয় আগমন করেন।

এ সময় রিজিয়ন কমান্ডার সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর আওতায় ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, আত্মকর্মসংস্থানের জন্য ৫টি সেলাই মেশিন, বসতঘর নির্মাণের জন্য ১০টি পরিবারকে ঢেউটিন, ৫০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং ০২টি ক্লাবের মাঝে খেলাধুলার সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে লেঃ কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, জোন কমান্ডার, মহালছড়ি জোন,

মংসুইপ্রু চৌধুরী অপু চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার, মহালছড়ি সহ অন্যান্য সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *