আজান দিতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃ*ত্যু

 
ঝালকাঠি প্রতিনিধি মোঃ নাঈম মল্লিক

ঝালকাঠির নলছিটিতে মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের করুণ মৃত্যু হয়েছে।বুধবার (৩১জুলাই) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন গ্রামের সাবেক চেয়ারম্যান সৈয়দ হোসেনের বাড়ির মসজিদে আজান দিতে গিয়ে মুয়াজ্জিন আনছার আলী হাওলাদার(৫৮) বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরন করেন।  

তিনি ওই গ্রামের মৃত আব্দুল সত্তার হাওলাদারের ছেলে।

বারইকরন গ্রামের মাহমুদ আলী লিটন জানান, নিহত আনছার হাওলাদার তার বাড়ির মসজিদে দীর্ঘদিন যাবত  মুয়াজ্জিনের দায়িত্ব পালন কর আসছেন। বিকেলে আসরের আজান দেয়ার সময় মাইক্রোফোন বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যু বযণ করেন।

নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী জানান,এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *