গোদাগাড়ীতে ১৫ আগষ্ঠের পূর্ব প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

রাজশাহীথেকে মোঃ হায়দার আলী।। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ১৫ আগষ্ঠের পূর্ব প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ অডিটারিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াতের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন, ভাইস চেয়ারম্যান সফিকুল সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদিন, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়র সাংবাদিক কলামিষ্ট মোঃ হায়দার আলী গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি এবিএম কামরুজ্জামান বকুল প্রমূখ।

শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত বলেন, ছিলেন, বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে বাধাগ্রস্ত করেছিলেন সোনার বাংলা গড়ার স্বপ্নকে, বিশ্বকাপ ফুটবলের সময় ঢাকার আমিনবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ব্রাজিল, আর্জেন্টটিনা, হলান্ড প্রভূতি দেশের বিশাল বিশাল পতাকা উড়ানো হয়, অথচ জাতীয় শোক দিবস, মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবসে জাতীয়পতাকা সেভাবে উড়ানো হয় না। নিজের ও পরিবারের মাঝে দেশ প্রেম জাগত করতে হবে। গোদাগাড়ীর আইনশৃঙ্খলা যেন ভাল থাকে সে দিকে সবাইকে সজাগ থাকতে হবে।
যে মহান পুরুষ বাঙালি জাতিকে ‘স্বাধীন সার্বভৌম বাংলাদেশ’ উপহার দিয়েছিলেন; ১৯৭৫ সালের এই দিন ভোরে তাকেই সপরিবারে হত্যা করেন একদল বিপথগামী সেনাসদস্য। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে তারা শুধু বাঙালি জাতিকেই কলঙ্কিত করেননি, বাধাগ্রস্ত করেছিলেন সোনার বাংলা গড়ার স্বপ্নকে। বিশ্ব দরবারে জাতির মাথা ন্যূইয়ে দিয়েছিল সেই পৈচাশিক ঘটনা।

তিনি আরও বলেন, আপিল বিভাগ বলেছেন, এখন থেকে সরকারি চাকরিতে মেধা ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগ হবে। আর বাকি ৭ শতাংশের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা, ১ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী, ১ শতাংশ প্রতিবন্ধী-তৃতীয় লিঙ্গ কোটা হিসাবে থাকবে। সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয় পরিস্কার করেছেন। সরকার শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের সকল দাবী মেনে নিয়েছেন।

এসভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ( ভূমি) মোঃ জাহিদ হাসান, শিশু নিকেতনের বরজাহান আলী পিন্টু, রিশিকুল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু, গোদাগাড়ী ইউপি চেয়ারম্যান মসিদুল গনি মাসুদ প্রমূখ।

৫ ই আগষ্ঠ, ৭ আগষ্ঠের কি কি কর্মসূচি পালন করা হবে সে ব্যপারে বিস্তর আলোচনা করা হয়।

মোঃ হায়দার আলী
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *