সহিংসতায় নিহতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
সম্প্রতি সময়ে দেশব্যাপী সহিংসতায় নিহতদের পরলৌকিক আত্মার শান্তি কামনায় ও আহতদের আশু সুস্থতা কামনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পাইকগাছা উপজেলা ও পৌরসভা কমিটির যৌথ উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়িতে এবং পৌরসভা বাজার মন্দিরে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, পূজা উদযাপন পরিষদের পৌর সভাপতি বাবুরাম মন্ডল, সাধারণ সম্পাদক জগদীশ রায়, সাংবাদিক বি সরকার ও স্নেহেন্দু বিকাশ, সুনিল চন্দ্র মন্ডল, উত্তম কুমার সাধু, শ্যামসুন্দর ভদ্র, সঞ্জীব রায়, শংকর কর্মকার, উপজেলা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক উজ্জ্বল মন্ডল, মৃত্যুঞ্জয় সরদার, ত্রিনাথ বাছাড়, উজ্জ্বল মন্ডল, তাপস ঘোষ, প্রশান্ত মন্ডল, শেখর মন্ডল (গোপাল), বিপ্লব মন্ডল, শ্যামল চন্দ্র মন্ডল, বাসুদেব মন্ডল, শ্যামপদ মন্ডল, সুভাষ চন্দ্র মন্ডল, খোকন সরদার। প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন স্বপন চক্রবর্ত্তী।

ইমদাদুল হক,
পাইকগাছা, খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *