পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষ্যে ২৯ জুলাই সোমবার সকাল ১১ টায় নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন, অনারারি ক্যাপ্টেন মোহন লাল দাশ, প্রেসক্লাব পাইকগাছার সহ-সভাপতি আব্দুল মজিদ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানি সাধু, দপ্তর সম্পাদক কবি রোজী সিদ্দিকী। বক্তৃতা করেন, ব্যাবসায়ী গৌতম ভদ্র, পরিবেশ কর্মি শাহিনুর রহমান, দিবাশিস সাধু, গনেশ দাশসহ অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঘ সুরক্ষায় সুন্দরবন সংলগ্ন জনপদের মানুষকে আরো বেশি সচেতন করতে হবে। তাহলে সুন্দরবনের বাঘও ভালো থাকবে।

পাইকগাছার নবারুন মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার খড়িয়া নবারুন মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত বিষয় প্রকাশ চন্দ্র সরকার ভিত্তিহীন ও মিথ্যা তথ্য উপাস্থপনের প্রতিবাদে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র মন্ডল সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার সকালে প্রেসক্লাব পাইকগাছার কার্যালয়ে খড়িয়া নবারুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র মন্ডল লিখিত বক্তব্যে বলেন ২৮মার্চ ২০২১ সালে প্রকাশিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসারে ১ অক্টোবর ২০২৩ সালে সৃষ্ট পদে অফিস সহকারী কাম হিসাব সহকারী, অফিস সহায়ক, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রকাশ চন্দ্র সরকার আবেদনের শর্তে যোগ্য না থাকায় আবেদন না করতে পেরে নিয়োগ পরীক্ষায় অকৃতকার্যদের উত্তেজিত করে কতিপয় ব্যক্তিদের মিথ্যা তথ্য দিয়ে ফুসলিয়ে আমার এবং ম্যানেজিং কমিটির বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন। সর্বশেষ সরকারি নীতিমালার আলোকে নিয়োগ পরীক্ষার সকল কার্যক্রম সম্পন্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। আমি ভিত্তিহীন প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *