তানোরে ৪টি ডিপ অবৈধ দখলমুক্ত কৃষকদের মাঝে স্বস্তি

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে দীর্ঘদিন পর বিক্ষুদ্ধ কৃষকেরা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ৪টি গভীর নলকুপ (ডিপ) অবৈধ দখলমুক্ত করেছেন। গত ৩০ জুলাই মঙ্গলবার উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ধানুরা মাঠে এসব গভীর নরকুপ উদ্ধার করা হয়েছে। এদিকে এসব গভীর নলকুপ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকার কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি পরম স্বত্তি বিরাজ করছে। কৃষকদের দাবি স্কীমভুক্ত কৃষকদের মতামতের ভিত্তিতে অপারেটর নিয়োগ ও সমিতির মাধ্যমে গভীর নলকুপগুলো পরিচালনা করা হোক।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত এসব গভীর নলকুপের অপারেটরদের বিতাড়িত করে রাজনৈতিক পরিচয়ের হোমরা-চোমরাগণ অপারেটরের দায়িত্ব পালন করেছে। এসয় তারা সাধারণ কৃষকদের জিম্মি করে সেচ চার্জ
আদায়ের নামে রিতিমতো চাঁদাবাজি ও কৃষকদের শোষণ করেছেন।তাদের দমন-নিপিড়নে কৃষক সমাজ রিতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছিল।তারই বহিঃপ্রকাশ ঘটেছে গভীর নলকুলগুলো অবৈধ দখলমুক্তর মধ্যদিয়ে।
জানা গেছে,দেশে কাবুলিওয়ালা প্রথা ও জমিদারি শাসন ব্যবস্থা বিলুপ্ত হয়েছে বহুকাল আগেই, জমিদারি শাসন ব্যবস্থায় কৃষক শোষণের কথা শোনা গেলেও, সেরকম চিত্রই যেনো শত বছর পর মিলল তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মাঠে মাঠে। সেচের কাজে নিয়োজিত বিএমডিএ’র গভীর নলকূপের একশ্রেণীর কথিত অপারেটর জমিদারের উমেদারের ভূমিকায় যেনো অবতীর্ণ হয়েছেন। তাদের হাতে জিম্মি হয়ে পড়েছে ইউপির হাজার হাজার কৃষক। কিন্ত্ত বিএমডিএ’র কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না। অথচ তাদের অপতৎপরতার কারণে সরকারের উন্নয়ন চিত্র চাপা পড়ে যাচ্ছে। সরকারি দল ও স্থানীয় সাংসদের বিপক্ষে নেতিবাচক মনোভাব সৃষ্টি হচ্ছে এলাকার সাধারণ মানুষের মাঝে বলে শোনা যাচ্ছে।
স্থানীয়রা জানান, তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ১৬৫৫ ও ১৮১ নম্বর দাগে অবস্থিত গভীর নলকুপের বৈধ অপারেটর রেজাউল ইসলাম বাবু। কিন্ত্ত অপারেটর বাবুর কোনো ক্ষমতা নাই, তাকে একঘরে করে গভীর নলকুপ পরিচালনা করছে রাজনৈতিক পরিচয়ের আব্দুল মজিদ। স্কীমের কৃষকেরা অভিযোগ করে বলেন, জোরপুর্বক গভীর নলকুপ অবৈধ দখল ও কৃষকের কোনো মতামত না নিয়ে আব্দুল মজিদ ভুয়া কমিটি করে কৃষকদের রীতিমতো শোষণ করে চলেছেন। এবিষয়ে জানতে চাইলে আব্দুল মজিদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সমিতির সভাপতি হিসেবে দায়িত্বপালন করছেন মাত্র। কিন্ত্ত জামায়াত-বিএনপি মতাদর্শীরা তার গভীর নলকুল দখল করেছে। তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন। এবিষয়ে তানোর থানার এসআই (দারোগা) মুজিবুর রহমান বলেন, অভিযোগ হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *