January 15, 2025, 9:16 am
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় দিনব্যাপী ফল মেলা অনুষ্ঠিত ও শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। মেলায় বিভিন্ন প্রজাতির সুস্বাদু ও পুষ্টিকর ফল প্রদর্শন করা হয়। এছাড়া মেলায় স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে মেলা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান সম আব্দুল ওয়াহাব বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রাণী মন্ডল ও সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, বি এ ডি সি’র সিনিয়র সহকারী পরিচালক নাহিদুল ইসলাম । উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণু পদ বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম মনিরুল হুদা, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জুন সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, ইউ আর সি ইন্সট্রাক্টর ঈমান উদ্দিন, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন, বিশ্বজিৎ দাশ, এনামুল হক, সরাজ উদ্দিন মোড়ল, আফজাল হোসাইন, সুব্রত দত্ত, আবুল কালাম আজাদ, ইয়াসিন আলী, নাহিদ মল্লিক, এস এম মফিজুর রহমান, ইমরান হোসেন, উত্তম কুমার কুন্ডু, ফয়সাল আহমেদ, সুমিত দেবনাথ, জান্নাতুল ফেরদৌস মুনিয়া, আব্দুল্লাহ, আতাউল্লাহ, মৃণাল সরকার, আনোয়ার হোসেন, রুবাইয়া খাতুন, কমলেশ দাশ, শামীম আফজাল, তাপস সরকার, দেবদাস রায়, তারিফুর রহমান, শরিফুল ইসলাম, সোহাগ হোসেন, আকরাম হোসেন, শিক্ষার্থী মুক্তা খাতুন, নয়ন মনি বিশ্বাস, তুরানি আক্তার রাসা, পম্পা চক্রবর্তী, পূজা মন্ডল ও ফারজানা ইয়াসমিন।