ছনহরায় মোখলেছুর রহমান শাহ মাজারের পুনঃনির্মাণ কাজ শুরু

মহিউদ্দীন চৌধুরী।।
পটিয়া উপজেলার ছনহরায় শাহ সূফী মোখলেছুর রহমান শাহ আল- মাইজভান্ডারীর (রহ.) মাজারের পুনঃনির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে মাজার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে খতমে কুরআন, মিলাদে মোস্তফা (দ.) ও সবশেষে মুনাজাত পরিচালনা করা হয়।

খন্দকার মাস্টার মুহাম্মদ আব্দুল গণির সার্বিক পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, মাজার উন্নয়ন ও ওরশ পরিচালনা কমিটির উপদেষ্টা সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার আনিছ আহমদ। উপস্থিত ছিলেন ছাদেকুর রহমান, এখলাছুর রহমান আলমদার, আব্দুস সালাম আলমদার, বেলাল চৌধুরী, ওসমান আলমদার, রিজুয়ানুল হক আলমদার, রফিক মেম্বার, বাদশা মিঞা লেদু মুন্সি, ছৈয়দুলক চৌধুরী, হাবিবুল্লাহ মাস্টার, আরমান আলমদার, আইয়ুব আলমদার, আব্দুর রাজ্জাক, আবুল হোসেন, নুর হোসেন, শহীদুল ইসলাম তালুকদার, তৈয়ব আলী আলমদার, আরিফ আলমদার লিটন, হাবিবুল্লাহ আলমদার, মুহাম্মদ আবছার আলমদার, মো. মঈন আলমদার, মো. শহীদ আলমদার, মো. নাছির আলমদার, মো. আইয়ুব আলী, মো. ফজল খন্দকার, মো. খালেক খন্দকার, মো. ইলিয়াছ, খোরশেদ আলমদার, মুজিব চৌধুরী, রাসেল আলমদার, আরিফ আলমদার, সেলিম উল্লাহ খন্দকার প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *