প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষা অফিসার মনিকা পারভীন এর নিয়মিত পরিদর্শন

স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষা ব্যবস্থা পরিস্থিতির নিয়মিত দেখভাল করতে বিদ্যালয় পরিদর্শন করছেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন।

তিনি উপজেলার পরানগন্জ সরকবি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনসহ মীরকান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন একই দিনে বিদ্যালয় মাঠে আয়োজিত ইউনিয়ন পর্যায়ে ফাইনাল খেলার ট্রফি বিতরণ করেন এবং গত ১৬ জুলাই চর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের চারদিকে সবুজ আর সবুজে সমারোহ পরিচ্ছন্ন পরিবেশ দেখে মুগ্ধ হন।

বিদ্যালয়গুলো পরিদর্শন শেষে শ্রেণি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে তার মূল্যবান বক্তব্য তুলে ধরেন।এরপর প্রতিটি ক্লাস পরিদর্শনে যান। শিক্ষার্থীদের শিক্ষামূলক ও নৈতিক মূল্যবোধ উন্নয়নের জন্য উপদেশ দেন। প্রতিটি ক্লাস পরিদর্শন শেষে ঝড়ে পড়া শিক্ষার্থীদেরসহ অনিয়মিত শিক্ষার্থীদের কিভাবে নিয়মিত স্কুলে উপস্থিতিতে আগ্রহী করা যায় সে ব্যাপারে শিক্ষকদের সাথে পরামর্শ করেন। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের প্রতি সকলকে আন্তরিক হতে বলেন।উনার বিদ্যালয় পরিদর্শন বিদ্যালয়ের মান উন্নয়নে সজাগ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন স্কুলের শিক্ষকগণ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *