প্রেস বিজ্ঞপ্তি।।
রোটারি ক্লাব অব চট্টগ্রাম লেইক ভিউ ২০২৪-২০২৫ রোটারি বর্ষের প্রথম ক্লাব এসেম্বলি গতকাল বিকালে নগরীর জি ই সি কপার চিমনী রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি, রোটারিয়ান মিঃ উত্তম কুমার ব্যানার্জীর রোটারি ক্লাব অব চট্টগ্রাম লেইক ভিউ ২০২৪-২০২৫, নতুন রোটারি বর্ষের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন এবং আগামী দিনে ক্লাবের কর্মসূচী এগিয়ে নিতে দিক নির্দেশনা দেন।
ক্লাব এসেম্বলিতে রোটারি ক্লাব অব চট্টগ্রাম লেইক ভিউ ২০২৪-২৫ রোটারি বর্ষের নির্বাচিত সভাপতি মিঃ উত্তম কুমার ব্যানার্জী, ক্লাব সেক্রেটারি মিসেস সুবর্ণা ভট্টাচার্য এবং ক্লাব ট্রেজারার তৈহিদ ইকবালকে অভিনন্দন জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন রোটারিয়ান জসিম উদ্দিন, রোটারিয়াম ডাঃ আলমগীর শুয়াইব,রোটারিয়াম তৌহিদ ইকবাল, রোটারিয়াম অনুপম চৌধুরী, রোটারিয়াম আবুল হাসেম,রোটারিয়াম সুমন বিশ্বাস প্রমুখ।
Leave a Reply