এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিতহয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার অন্তরা হালদার। সভা আয়োজনকারী সংস্থা ব্র্যাকের জেলা প্রকল্পের সমন্বয়কারী জয়মালা’র উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রাণী সেন, সাংবাদিক ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক এস মিজানুল ইসলাম, সহকারী সমাজ সেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, একডেমিক সুপার ভাইজর জয়শ্রী কর, বানারীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকসুদা খানম প্রমূখ। সভায় ম্যারেজ রেজিষ্টার, শিক্ষকবৃন্দ বক্তৃতা করেন। সভায় ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#
Leave a Reply