মোঃ হামিদার রহমান নীলফামারীঃ নীলফামারী জেলার ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়ন দোহল পাড়া ৩ নং ওয়ার্ড সুইজগেট হামিজ উদ্দিন এর চৌপতি সংলগ্ন. পূর্বের
নির্মিত বক্স কালভাট পানি প্রবাহের স্হানে ৩ ফিট ইটের উচু ১০ফিট প্রস্হে ইটের ড্রপ ওয়াল নির্মান করায় পানি প্রবাহ বাধা গ্রহস্থ হচ্ছে ফলে নির্মিত বক্স কালভাট ধ্বংসের পথে,।
অপর দিকে যান বাহান চলাচলে পথচারীদের আতঙ্ক সৃষ্টি হচ্ছে।
যান বাহন ও পথচারীদের চলাচলের ক্ষেত্রে
যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার ঘটে যাওয়ার সম্ভবনা রয়েছে।
খগাখড়িবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও ২ নং ইউপি সদস্য বজলার রহমান জানান পার্শ্ববর্তী এলাকার কিছু লোকের কারণে কালভার্টের দূরাবস্থা।
পাগলপাড়া থেকে ডিমলা উপজেলা আসার একমাত্র রাস্তা সেটি ।
Leave a Reply