December 30, 2024, 5:43 pm
পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধিঃ
পুঠিয়ায় ধর্ষণের অভিযোগে রকি (২৮) নামের এক যুবকে আটক করেছে আর এমপি বেলপুকুর থানা পুলিশ। আটক রকি উপজেলার বেলপুকুর ইউনিয়নের দোমাদী গ্রামের জাকারিয়ার ছেলে। জানা-গেছে, গত বেশ কয়েক সপ্তাহ যাবত অভিযুক্ত রকি তার প্রতিবেশী এক কিশোরী (১৪) কে কুপ্রস্তাব দিয়ে আসছিল। রকির কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এর পর থেকে ভুক্তভোগী কিশোরীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছিলো। গতকাল সন্ধ্যা ৭টার সময় রকি কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক বাড়ির পাশের্র একটি পাট ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এসময় তার আত্বচিৎকারে এলাকাবাসী ছুটে এলে ধর্ষক রকি পালিয়ে যায়। পর দিন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বেলপুকুর থানা একটি মামলা দায়ের করে। ঘটনার পর থেকে রকি পালাত ছিলো। মামালার পর বেলপুকুর থানা পুলিশ অভিযুক্ত রকিকে আটক করে এবং ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য রামেক হাসপাতালের ওসিসিতে পাঠায়। এ বিষয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত রকিকে আটক করে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
মাজেদুর রহমান (মাজদার)
পুঠিয়া -রাজশাহী।