গোদাগাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভায় মা*দক ব্যবসায়ীদের বি*রুদ্ধে কঠো*র পদক্ষেপ গ্রহন করার সিদ্ধান্ত

গোদাগাড়ী ( রাজশাহী) উপজেলা সংবাদদাতাঃ ১৫ জুলাই সকাল ১০ টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সন্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দীন সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান, বাসুদেবপুর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, গোগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাদুল হক, ওয়ার্কস পাটি রাজশাহীর সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুলসহ জনপ্রতিনিধি, সাংবাদিকসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, দপ্তরের প্রধানগণ সুধিজন উপস্থিত ছিলেন।

বক্তাগণ গুরুত্বপূর্ন মতামত প্রদান করেন মাদক, সন্ত্রাস বিরোধী কার্যক্রম মাথা চাড়া দিতে না পারে এজন্য প্রশাসন, বিজিবি পুলিশ, রাজনৈতিক নেতা সবাইকে এক সাথে কাজ করতে হবে।

গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ আব্দুল মতিন বলেন, গোদাগাড়ী থানায় ২টি খুন, অপহরন ৪ টি, ধর্ষন ৪ টি, নারী ও শিশু নির্যাতন ৫টি পর্নগ্রাফী আইনে ১ টিসহ মোট ১২৭ মামলা হয়েছে এগুলির মধ্যে বেশীর ভাগই মাদক মামলা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত বলেন, গোদাগাড়ীর বড় সমস্যা মাদক, মাদক ব্যাবসায়ী ১ হাজার পরিবার নষ্ট করে নিজে বাড়ী, গাড়ী, কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলবে একদিন তার পরিবার ধ্বংশ হতে বাধ্য। নিজ নিজ এলাকায় কে কে মাদক ব্যবসা করে তাদের তালিকা করার জন্য চেয়ারম্যান, মেম্বার, মেয়র, কাউন্সিলরদের পরামার্শদেন, সে সাথে পুলিশ, মাদকদ্রব্য অধিদপ্তরের কাছে যে তালিকা আছে সে তালিকা নিয়ে আমরা বসে পরবর্তী কাজ করবো। মাদক ব্যবসায়ী ছাড়া সাধারণ মানুষ যেন কষ্ট না পায় সে দিকে আমরা সুদৃষ্টি দিব। প্রয়োজনে মাদক ব্যবসায়ীদের বাড়ী চিহ্নিত করে দিব। কেউ যেন তাদের সাথে সম্পর্ক না রাখে।
বিজিবির ক্যাম্পে গরু নিয়ে গিয়ে নিবন্ধন করতে হয়, এটা গরু পালনকারীদের নিকট খুবই কষ্টকর। এটা উদ্ধোর্তন কতৃপক্ষের নিকট আলোচনা করে বিজিবিকে বিষয়টি সুরাহা করার পরামার্শ দেয়া হয়।
গোদাগাড়ীতে যাত্রীছাউনি করার জন্য গোদাগাড়ী পৌরসভার মেয়র সাহেবকে পরামার্শদেন। বাল্যবিয়ে, ইফটিজিং, সাপে কাটা রোগির ব্যপারে নির্দেশনা প্রদান করা হয়।

উপজেলা চেয়ারম্যান বেলাল উদ্দীন সোহেল বলেন, গরু পালনকারীদের গরু ক্যাম্পে নিয়ে নিবন্ধন করতে হয় এটা খুবই কষ্টকর। এব্যপারে গত সভায় আলোচনা করা হয়েছিল। বিজিবির উদ্ধোর্তন কতৃপক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করার কথাছিল কিন্তু হয় নি।
গোদাগাড়ীতে দূর- দূরাত্বের থেকে মানুষ এসে যেন কষ্ট না পাই সেদিকে সবাইকে নজর দিতে হবে সুলতানগজ্ঞ মোড়ে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণভাবে পারাপার হয় সেখানে একজন ট্রাফিক পুলিশ কে দায়িত্ব দেয়ার কথা বলেন। সাপে কাটা রোগির জন্য যদি আরও এন্টিভেনম লাগে আমি আরও দিব ইনসাল্লাহ। গতকাল রাজশাহী জেলায় আইন শৃঙ্খলা সভায় গোদাগাড়ীর মাদক নিয়ে আলোচনা হয়েছে। গোদাগাড়ী মাদকের জন্য রেড জোন। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতি ঘোষনা করেছেন। মাদক প্রতিরোধে সবাইকে এক সাথে কাজ করতে হবে। আমাদের এলাকায় কে কে মাদকের ব্যবসা করে আমরা সবাই জানি তাদের তালিকা করে দিব প্রশাসন ব্যবস্থা নেবে।

মাদকব্যাবসায়ীদের গ্রেফতার করা হলে, কোন তদবির করা হবে না বক্তরা জানান, প্রধান মন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। এতে প্রমান হয় মাদকের পক্ষে কেউ নেই।
সীমান্ত এলাকায় কাঁটা তারের বেড়া থাকা শর্তেও হেরোইন, ফেনসিডিল, মদসহ অন্যান্য মাদকদ্রব্য আসে কি করে। সবাকে আরও আন্তরিক ও সচেতন আরও হলে কোন মাদকদ্রব্য দেশে আসবে না।

উপজেলার বসুদেবপুর, মাদারপুর, গোপালপুর মিষ্টির দোকানের সামনে হিরোইন, ইয়াবা, ফেনসিডিলের কারবার চলে এছাড়া রাজাবাড়ী, প্রেমতলী হাসপাতাল এলাকা, রেলবাজার মনির হোটেল, কসাইপাড়া, মহিশালবাড়ী গরুরহাট, সুলতানগজ্ঞ, ফিরোজচত্তর, সুলতানগজ্ঞ, বাসুদেবপুর, পিরিজপুর, কুমুরপুর, মাদারপুর, শিবসাগর প্রভূতি এলাকায় অবাদে হোরোইন, ফেনসিডিল, ইয়াবা, গাঁজাসহ বিভিন্নধরের মাদকসেবন, বেচাবিক্রিসহ ছোটবড় অপরাধ হয়। ওই স্থানে অভিযান ও মোবাইল কোর্টসহ মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া প্রয়োজন।

মোঃ হায়দার আলী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *