মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
লালমনিরহাটের হাতীবান্ধা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ বছরের জি আর সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার। জেলার সুযোগ্য পুলিশ সুপার সাইফুল ইসলাম, এর দিক- নিদর্শনায় হাতীবান্ধা থানার অফিসার ইনর্চাজ সাইফুল ইসলাম, নেতৃত্বে এস আই সফিকুল ইসলাম, এ এস আই শ্রী মহেন্দ্রনাথ শর্মা ও সঙ্গীয় ফোর্সসহ গত (১২ই জুলাই)২০২৪ইং রাজধানী ঢাকার অন্তর্গত গাবতলী বাস স্ট্যান্ড এলাকা হইতে ১০ বছরের সাজা প্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি গ্রেফতার করেন। যাহার বিশেষ দায়রা মামলা নং- ৩৩৩/২২, এবং কাফরুল থানার মামলা নং- ১৭ (০৯)০৭ ধারাঃ ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড ১৮৬০ পরে আসাামি কে বিজ্ঞ আদালতে আদালতে প্রেরণ করা হয়।
হাসমত উল্লাহ ।

Leave a Reply