September 14, 2025, 4:44 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
যুব সমাজকে মা-দক থেকে দূরে রাখতে সুজানগরে প্রীতি ফুটবল ম্যাচ অ-নুষ্ঠিত পাবনা-২ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়ে আজম আলী বিশ্বাসের বিশাল মোটরসাইকেল শো-ডাউন রাজশাহীর দুর্গাপুর, বাগমারার পর এবার গোদাগাড়ী খাদ্য গুদামে পচা চাল মিলছে গরি-বের ভাগ্যে বাবুগঞ্জে জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে অবস-রপ্রাপ্ত শিক্ষকদের সং-বর্ধনা অ-নুষ্ঠান র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অভিযানে হ-ত্যা মাম-লার যা-বজ্জীবন সাজা-প্রাপ্ত পলা-তক আ-সামি গ্রে-ফতার অ-বৈধভাবে কাঠ পো-ড়ানো ব-ন্ধের দাবি এলাকাবাসীর পবিত্র মীলাদুন্নবী উপলক্ষে খায়রুন মুজিব আহলুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নড়াইলে আসন্ন শার-দীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আই-ন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অ-নুষ্ঠিত বাংলাদেশ জামায়াত ইসলামীর দরজা সবার জন্য খোলা- শামীম সাঈদী খুলনায় ডেঙ্গু প্র-তিরোধে টিডিপির প্র-শংসনীয় উদ্যোগ: স্বেচ্ছাশ্রমে সুই-জগেট খাল প-রিষ্কার
স্থানীয় সাংসদের হ*স্তক্ষেপ কামনা তানোরে বিচা*রের বাণী নিভৃ*তে কাঁ*দছে

স্থানীয় সাংসদের হ*স্তক্ষেপ কামনা তানোরে বিচা*রের বাণী নিভৃ*তে কাঁ*দছে

আলিফ হোসেন,
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নিরহ ব্যবসায়ীর
দোকানের সামনে অবৈধ স্থাপণা নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এতে অসহায় দোকানী নিজের ঘর ফেলে অন্যর দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতে বাধ্য হয়েছে। ভুক্তভোগী নিজের ঘর ফেলে ভাড়ায় অন্যর ঘরে ব্যবসা করতে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ে পরিবার নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছে। উপজেলার কালীগঞ্জহাট-কাঁকনহাট রাস্তার
সরনজাই ইউনিয়নের (ইউপি)
সরনজাই বাজারে এমন অমানবিক ঘটনা ঘটেছে। অন্যদিকে এমন অমানবিক ঘটনায় জনমনে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়, বইছে মুখরুচোক নানা গুঞ্জন।স্থানীয়রা জানান,আওয়ামী লীগ নেতার এমন কান্ডে সাধারণ মানুষের মাঝে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, একই সঙ্গে সাংসদকে নিয়েও নেতিবাচক ধারণার সৃষ্টি হচ্ছে। তারা এবিষয়ে স্থানীয় সাংসদের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে,উপজেলার সরনজাই
ইউপির আরএস খতিয়ান নম্বর ১০২৬, হাল দাগ নম্বর ৩১০৭ পরিমাণ ২২ শতাংশের কাত ২ দশমিক ৬০ শতাংশ। ক্রয় সুত্রে উক্ত সম্পত্তির মালিক
সরনজাই গ্রামের ওয়াজেদ আলীর পুত্র মুদিদোকানী আশরাফুল ইসলাম। বিগত ২০১৯ সালে তিনি বিভিন্ন এনজিও থেকে প্রায় কুড়ি লাখ টাকা ঋণ নিয়ে সেখানে চারটি পাকা ঘর নির্মাণ করেছেন।কিন্ত্ত তার ঘরের সামনে সরনজাই স্কুলের জায়গা দাবি করে ইউপি আওয়ামী লীগ সভাপতি ও সরনজাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান সেখানে জোরপুর্বক অবৈধ স্থাপনা নির্মাণ করে শফিকুল, রাজু ও তোফাজ্জুলের কাছে ভাড়া দিয়েছেন।
অথচ আরএস খতিয়ান নম্বর ৯৭৭ হাল দাগ নম্বর ১১৬৩ উক্ত দাগে মোট জমি ২১ শতাংশ এর মধ্যে ৩ দশমিক ৫০ শতক জমি রাস্তার জন্য অধিগ্রহণ করেছেন সরকার। যাহার এল,এ কেস নম্বর-২০/১৯৯৯-২০০০। এসব অধিগ্রহণকৃত জমি আশরাফুলের
দোকানের সামনে। এদিকে সরনজাই ইউপি আওয়ামী লীগের সভাপতি ও সরনজাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান প্রতিবন্ধকতা সৃষ্টি করে অধিগ্রহণকৃত জমির ওপর জোরপুর্বক অবৈধ স্থাপনা (ঘর) নির্মাণ করে ভাড়া দিয়েছেন। এতে আশরাফুলের চারটি ঘরে যাতায়াতের পথ বন্ধ হওয়ায় ঘরগুলো কার্যত বন্ধ হয়ে পড়েছে। এতে আশরাফুল পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। একদিকে এনজিও ঋণের কিস্তির চাপ, অন্যদিকে নিজের ঘর ফেলে ভাড়া ঘরে ব্যবসা করতে গিয়ে আর্থিক ভাবে দেউলিয়া হয়ে পড়েছে।স্থানীয় আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শিহাবুল ইসলাম বলেন, এসব অনুপ্রবেশকারির কারনে সাধারণ মানুষের মাঝে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তিনিও এবিষয়ে এমপি মহোদয়ের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়রা জানান, উপজেলা ভুমি অফিস থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে নোটিশ করা হলেও তা আমলে নেয়নি অবৈধ দখলদারগণ। এবিষয়ে উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার আমানত আলী বলেন, রাস্তা বর্ধিত করণের সময় ওই জায়গা সরকার অধিগ্রহণ করেছেন এবং টাকা স্কুল গ্রহণ করেছেন। কাজেই ওই জায়গা স্কুল দাবি করতে পারে না করলে এটা অবৈধ।তিনি বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদে নোটিশ দেয়া হয়েছে, কিন্ত্ত তারা আমলে নিচ্ছেন না। এবিষয়ে সরনজাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান বলেন, ওই জায়গা নিয়ে আদালতে মামলা করা হয়েছে, এটা আদালতে ফয়সালা হবে। এবিষয়ে সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁন বলেন, দোকানদার আশরাফুল ইসলামের সঙ্গে যা করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। তিনিও এবিষয়ে মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। এবিষয়ে সরনজাই ইউপি আওয়ামী লীগের সম্পাদক আতাউর রহমান বলেন, এটা অন্যায়। কিন্ত্ত প্রধান শিক্ষক তো কারো কথায় শোনেন না।
এবিষয়ে রাজু, শফিকুল ও তোফাজ্জুল বলেন, তারা হেড মাস্টারের কাছে থেকে অধিগ্রহণকৃত জমিতেকরা দোকান ভাড়া নিয়েছেন।#

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD