এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। গতকাল ১৩ জুলাই শনিবার সকাল১০ টা থেকে একটানা বিকালে ৪ টি পযর্ন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অভিভাবক সদস্য পদের ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে প্রথম হয়েছেন খাইরুল ইসলাম সোহাগ (৩৪৬), দ্বিতীয় জাহিদ হোসেন সরদার(৩২৪), তৃতীয় আব্দুস সত্তার বেপারী (২৬০) এবং মোঃ নজরুল ইসলাম সরোয়ার(২০৫) ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরা হলেন মোঃ ফিরোজ আলম(১৪০), গোকুল চন্দ্র দেবনাম(১০০), আবুল কালাম আজাদ(৯৮), মোঃ এনায়েত হোসেন মোল্লা(৫১), এবং মোঃ হাফিজুর রহমান (৪৬) ভোট পেয়েছেন।
নির্বাচনে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে দু’জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মোসা: নুপুর খানম( ৩৭৬) প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহানা পারভীন (১২১) ভোট পেয়েছেন।
এছাড়া শিক্ষকদের ২১ জন ভোটারের মধ্যে দু’জন শিক্ষক প্রতিনিধি হিসেবে মোঃ আ: কাইউম(১২) এবং দেব দুলাল হালদার (১২) সমান ভোট পেয়েছেন। এ পদে চারজন প্রতিদ্বন্দ্বী প্রার্থির অন্য দু’জন পেয়েছেন মোঃ জাকির হোসেন (৯) এবং অন্য প্রার্থী মোঃ জসিম উদ্দিন আকন পেয়েছেন শূন্য ভোট।
নির্বাচনে সাধারণ অভিভাবক পদে মোট ৬৮৫ জন ভোটার ছিলেন। এর মধ্যে ৫১০ জন অভিভাবক ভোটার ভোট প্রদান করেন।
এ নির্বাচনে প্রিজাইডং অফিসার ছিলেন উপজেলা আইসিটির সহকারী প্রোগ্রামার মোঃ হাফিজ আল আসাদ এবং সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন বিদ্যালয়ের ভার-প্রাপ্ত প্রধান শিক্ষক মাকসুদা বেগম।#
Leave a Reply