বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরন করেন মজিবুল আলম সাদাত

মো. হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মজিবুল আলম সাদাত, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরন করেন। উজানের ঢল ও কয়েকদিনের ভারি বৃষ্টিতে হাতীবান্ধায় বন্যা সৃষ্টি হয়েছিল। ডুবে ছিলো রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান। লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এ উপজেলার অনেক মানুষ। বন্যার প্রাদুর্ভাবে এই সব অঞ্চলে বসবাসরত মানুষনের ভিটেমাটি ও জীবন জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। চরাঞ্চলের মানুষের প্রতিদিনের বেঁচে থাকার লড়াই ও অন্তহীন দুঃখ কষ্ট কিছুটা লাঘব করার উদ্দেশ্যে ৬নং পাটিকাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মজিবুল আলম সাদাত, এর নেতৃত্বে সরকারি বরাদ্দ ও নিজরে অর্থায়নে ত্রাণ বিতরণ করা হয়।পাটিকাপাড়া ইউনিয়নের বন্যাকবলিত পরিবারের মাঝে শুকনো খাবার মুড়ি, চিড়া,গুড় বিস্কুট সেলাইন বিতরণ করা হয়। এসব পেয়ে বানভাসিরা অনেক খুশি।

৬নং পাটিকাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মজিবুল আলম সাদাত বলেন, আমি হাতীবান্ধা সন্তান। এখানে জন্মই যেন আমার আজন্ম পাপ। এ কথা কারও অজানা নয় যে, প্রতিবছর একাধিকবার বন্যায় আক্রান্ত হয় পাটিকাপাড়া ইউনিয়নের মানুষ প্রতিনিয়ত দুর্যোগের সঙ্গেই যেন বেঁচে থাকে। একবার মাথা তুলে দাঁড়ায়, আবার কোমর ভেঙে যায়। অসহায় এসব মানুষের পাশে দাঁড়ানোর মানুষ খুঁজে পাওয়া দায়। যতটুকু সহায়তা পাওয়া যায়, তা প্রয়োজনের তুলনায় খুবই কম। দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে প্রয়োজন আমাদের সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মসংস্থান গড়ে তোলা। পাটিকাপাড়া ইউনিয়নের মানুষ কর্মসংস্থান চায়, তারা অনুদান চায় না। দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংসদ সদস্য, মন্ত্রী, প্রধানমন্ত্রী—সবার কাছে আবেদন, আমাদের লালমনিরহাট জেলা নিয়ে একটু ভাবুন। এ জেলার জন্য বিশেষ বাজেট দিন, বাজেটের সুষ্ঠু তদন্ত করুন, নদীতে বাঁধ দিন, নদী খনন করুন, দারিদ্র্য দূরীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিন, কর্মসংস্থান সৃষ্টি করুন।

হাসমত উল্লাহ ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *