December 21, 2024, 12:11 pm
ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
পাইকগাছায় একটি হনুমানের মর্মান্তিক মুত্যু হয়েছে। কয়েক দিন পাইকগাছায় ২টি হনুমান বিভিন্ন স্থানে বিচারণ করে বেড়াচ্ছে। ১২ জুলাই শুক্রবার সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বৈদুতিক খুটির উপর থেকে হনুমানটি বিদ্যুৎ তাড়িত হয়ে নিচে পড়ে যায়। নিচে পাকা রাস্তার উপর পড়ে মুখ ও মাথা থেতলে রক্ত খরণ হয়। এসময় সকালে বৃষ্টি হচ্ছিল। পাশের অনেকে হনুমানটিকে বাঁচানোর চেষ্টা করেন। বনমালা কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক দেবজানি মন্ডল হনুমানটিকে বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে যান।কিন্তু হনুমানটি বাঁচানো যাযনি অবশেষে মারা যায়। থানায় খবর দেওয়া হয় বন্ অধিদপ্তরের থেকে লোক এসে মৃত্যু হনুমানটিকে নিয়ে যায়। খবর পেযে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও মাহাবুবুর রহমান রঞ্জু ঘটনাস্থানে উপস্থিত হন। হনুমানটির মৃত্যুতে অপর হুনুমানটি পাশে বসে চিৎকার করে কাঁদতে থাকে।যা ছিলো খুবই হৃদয় বিদারক ও মর্মান্তিক।