মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীকে মডেল থানায় সোপর্দ করেছেন ভজনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মসলিম উদ্দিন।
গত বুধবার (১০ জুলাই) দিবাগত রাতে চেয়ারম্যানের নির্দেশক্রমে ভেরসা ব্রিজের পূর্বে বামনপাড়া নামক এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করেন গ্রামপুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর ১২টায় ইউপি সদস্য তবিবর রহমান ও গ্রামপুলিশের মাধ্যমে মাইক্রোবাসে থানায় পৌঁছে দেয়া হয়।
ইউনিয়ন পরিষরে কাছে আটককৃত মাদক ব্যবসায়ী আনিসুর রহমান বাবু বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ফজলুল হকের ছেলে।
জানা যায়, বুধবার ভেরসা ব্রিজের পূর্বে হাইওয়ে সড়কের ওপর বামনপাড়া নামক এলাকায় মাতাল অবস্থায় চলাফেরা করলে এলাকাবাসীর সন্দেহ হয় পরে স্থানীয় লোকজন ওই ইউনিয়নের চেয়ারম্যানকে অবগত করেন। পরে ইউপি সদস্যের উপস্থিতিতে গ্রামপুলিশের মাধ্যমে তাকে আটক করে পরিষদে নিয়ে যাওয়া হয়। পরিষদে নিয়ে যাওয়ার পর তার কাছ থেকে গাঁজা, ১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি ডায়েরী ও ৪টি বাটন মোবাইল ফোনসহ আনুসঙ্গিক কিছু জিনিসপত্র পাওয়া যায়।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মসলিম উদ্দিন বলেন, মাদক সেবন দিন দিন বেড়েই চলছে এতে যুব ও তরুন সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। যেন তার ইউনিয়নে মাদক ব্যবসা ও সরবরাহ কেউ করতে না পারে এবং যুব ও তরুন সমাজ ধ্বংসের পথে যেতে না পারে সেই দিক বিবেচনা করেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি গ্রামের আজিজুল হকের ছেলে সফিউলের বাড়িতে ওই মাদক ব্যবসায়ী বেড়াতে আসছেন সাক্ষাৎকারে জানতে পারা গেছে। এছাড়াও ওই ইউনিয়নের আরও কয়েকজন ব্যক্তি মাদক ব্যবসায় জাড়িত আছেন জানান আটককৃত বাবু।
এ ব্যাপারে তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরমান আলী বলেন, চেয়ারম্যান কর্তৃক সোপর্দকৃত মাদক কারবারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মুহম্মদ তরিকুল ইসলাম।
Leave a Reply