December 21, 2024, 2:55 pm
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মান্দার ভারশোঁ ইউনিয়নের (ইউপি) উৎরাইল বিলে সরকারি ৪টি খাস পুকুর অবৈধ দখল মুক্ত ও সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। জানা গেছে, গত ১২ জুলাই শুক্রবার ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সার্বিক সহযোগীতায় ইউপি সদস্য (মেম্বার) শহীদুল ইসলাম চিতল ভুমিহীনদের নিয়ে এসব পুকুর অবৈধ দখল মুক্ত ও সাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এদিকে পুকুর উন্মুক্তের খবর ছড়িয়ে পড়লে ভুমিহীনদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে, বিরাজ করছে উৎসবের আমেজ।স্থানীয় ভুমিহীনেরা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
স্থানীয়রা জানান, স্থানীয় রাজনৈতিক পরিচয়ের একটি ভুমিগ্রাসী চক্র দীর্ঘদিন যাবত এসব পুকুর জবরদখল করে রেখেছিল। তারা বানিজ্যিকভাবে এসব পুকুরে মাছ চাষ করে আর্থিক ভাবে লাভবান হলেও ভুমিহীনেরা ছিল চরম আর্থিক সংকটে।
যে কারণে স্থানীয় ভুমিহীনেরা এসব পুকুর উদ্ধারের দাবি করে আসছিল। কিন্ত্ত দীর্ঘদিন অতিবাহিত হলেও ভুমিহীনদের আবদার কেউ আমলে নেয়নি। তবে এবার ভুমিহীনদের অধিকার আদায়ে এগিয়ে এসেছেন ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন। তার ঐকান্তিক প্রচেষ্টায় এবার পুকুরগুলো অবৈধ দখল মুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এবিষয়ে ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন,এলকার ভুমিহীন জনগোষ্ঠী দীর্ঘদিন যাবত পুকুরগুলো অবৈধ দখলমুক্ত করার দাবি করে আসছেন।তিনি বলেন, এসব মানুষের দাবির মুখে পুকুরগুলো অবৈধ দখল মুক্ত ও জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।#