বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাঁকা ও রেজাকপুর চ্যাম্পিয়ন

পাইকগাছা খুলনা প্রতিনিধি।।
পাইকগাছায় বঙ্গবন্ধু বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে গদাইপুর ফুটবল মাঠে ছেলেদের খেলায় ঘোষাল বান্দিকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ কে ১-০ ব্যবধানে পরাজিত করে রাড়ুলীর বাঁকা ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। অপরদিকে মেয়েদের খেলায় বাঁকা ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ কে ২-০ ব্যবধানে পরাজিত করে কপিলমুনির রেজাকপুর কাশিমনগর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, মেয়র সেলিম জাহাঙ্গীর,সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু, মহিলা ভাইস-চেয়ারম্যান অনিতা রাণী মন্ডল। ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। বক্তব্য রাখেন ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার শেখ ফারুক হোসেন, সঞ্জয় দেবনাথ, আছাদুজ্জামান, ঝংকার ঢালী, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রায়, নুরুজ্জামান, মিলিজিয়াসমিন,খুর্শিদা, সেলিনা পারভীন, চুমকি রায়,বিএম আক্তার হোসেন,এস এম শফিকুল ইসলাম,ডিএম শফিকুল ইসলাম,সবুর খান, সুস্মিতা সোম, ছন্দা ঘোষ, হাফিজুল ইসলাম, আব্দুল হাদী, প্রসেনজিৎ, মিজানুর রহমান, বাবুল আক্তার,এসকে আসাদুল্লাহ মিঠু ও রফিকুল ইসলাম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *