রেগুলেশন ১৯০০ বহাল রাখার দাবীতে পানছড়িতে অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে

মিথুন সাহা,
খাগড়াছড়ি প্রতিনিধি

আদালতের মাধ্যমে সিএইচটি রেগুলেশন ১৯০০ আইনটি বহাল রাখার দাবীতে খাগড়াছড়ি জেলার পানছড়িতে অবস্থান ধর্মঘট করে পানছড়ি সচেতন নাগরিক সমাজ।

বুধবার (১০ জুলাই ) সকাল দশ’টা থেকে পানছড়ি কলেজ রোডের প্রধান সড়কের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সমাজকর্মী রুমেল মারমার সঞ্চালনায় ও ২৪১ নং লতিবান মৌজা প্রধান, পানছড়ি সচেতন নাগরিক কমিটির আহবায়ক ও ৪নং লতিবান ইউপির চেয়ারম্যান ভূমিধর রোয়াজা এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, ভাইস চেয়ারম্যান সৈকত চাকমা।

এ সময় আরো বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা ও পানছড়ি উপজেলার কার্বারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হেম রঞ্জন চাকমা, নারী নেত্রী মানেকপুদি চাকমা ,১নং লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, ২নং চেংগী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমাসহ প্রমুখ।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে ১৯০০ সাল থেকে অদ্যবধি ২০২৪ সাল পর্যন্ত যে আইনি কার্যাদি চলছে তা খুব সুন্দর ও ভালোভাবে পরিচালিত হচ্ছে। তাই এই ১৯০০ সালের আইন বহাল রাখার জন্য সরকারের প্রতি বিনীত আহবান জানান। এই আইন বাতিল হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও বক্তারা জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *