আজিজুল ইসলামঃ বেনাপোলের দৌলতপুর সীমান্তে ৯টি স্বর্ণের বারসহ মনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যাক্তিকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার ভোরে ভারতে পাচারের সময় তাকে আটক করা হয়। আটক মনোয়ার হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর গ্রামের সীমান্তবর্তী ধগলীর মাঠে বিজিবি জোয়ানরা অবস্থান নেয়। সন্দেহ ভাজন এক ব্যাক্তি বিজিবির নিকটবর্তী আসলে তারা মনোয়ার হোসেনকে আটক করে। পরে মনোয়ারের হাতে থাকা লাল রংগের একটি ব্যাগ তল্লাশী করে ১ কেজি ৬৮ গ্রাম ওজনের ৯ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি আট লক্ষ ছিয়াশি হাজার একশত চব্বিশ টাকা।
খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মোহাম্মাদ খুরশীদ আনোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উক্ত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে। এবং আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্থান্তর করা হয়েছ।

Leave a Reply