December 22, 2024, 5:56 am
মোঃ কাউছার উদ্দীন শরীফ,ঈদগাঁওঃ
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিটে সুফল প্রকল্পের অর্থায়নে সৃজিত এনরিচমেন্ট, এফজিএস বাগান পরিদর্শন করা হয়েছে।
সোমবার ৮ জুলাই সকালে বর্ণিত রেঞ্জের রাজঘাট বিটে সুফল প্রকল্পের অর্থায়নে সৃজিত ২০১৯-২০, ২০২১-২২,২০২২-২৩- ২০২৩-২৪ অর্থবছরের এনরিচমেন্ট, এফজিএস বাগান পরিদর্শন করেছেন কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার।
বাগান রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এই কর্মকর্তা। এছাড়াও বাগান পরিদর্শনকালে বাগান পরিদর্শনকালে বন্যহাতির পাল দেখতে পেয়ে রেঞ্জ কর্মকর্তাসহ সকলকে বন্যপ্রাণী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন আহমেদ, রাজ ঘাট বিট কর্মকর্তা শাহ আলমসহ বিটের স্টাফগণ ও ভিলেজারা।