মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মাছের ঘেরের বাঁধ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। এতে ৬০ লাখ টাকার মাছ পানির সঙ্গে নেমে গেছে বলে দাবি করেছেন ঘের মালিক সোহেল রানা।
শনিবার (৬ জুলাই) উপজেলার মেনিপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মেনিপাড়া গ্রামে প্রায় ৬ একর জমি নিয়ে স্থানীয় যুবক সোহেল রানার মাছের ঘের। প্রায় পাঁচ বছর ধরে ওই ঘেরে তিনি মাছ চাষ করে আসছেন। ওই ঘেরের মালিকানা দাবি নিয়ে স্থানীয় আল-আমিন, খলিল হাওরাদার, জয়নাল, শাহজাহান, সঙ্গে বিরোধ চলছিল। শনিবার দুপুড়ে হঠাৎ ঘেরের বাঁধ কেটে পানি নামিয়ে দিয়ে ঘের দখলে নেওয়ার চেষ্টা করে। বাঁধ কেটে দেওয়ায় পানি নোমার সাথে সাথে মাছ নামতে থাকে। পানির সাথে প্রায় ৬০ লক্ষ টাকার মাছ নেমে গেছে আমাকে নিঃস্ব করে দিল ওরা এমন দাবি ঘের মালিক সোহেল রানা।
স্থানীয়দের অভিযোগ স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে খলিল হাওলাদার ও আল আমিন গংরা ভয়-ভীতি ও প্রভাব বিস্তারের মাধ্যমে মাছের ঘেরটি দখলে নেয়ার জন্য বাঁধ কেটে দিয়েছেন।
বাঁধ কাটার কথা স্বীকার করে খলিল হাওলাদার ও আল আমিন জানান, এই ঘেরের মধ্যে তাদের জমি আছে। সোহেল রানা ও তার বাবা সোহরাফ হাওলাদার তাদের সঙ্গে সমঝোতা না করে ঘের ভোগদখল করে আসছিল। আমাদের জমি আমরা বুঝ চাইলে তারা বুঝ দিতেছে না। এখন চাষাবাদের সময় তাই আমাদের জমি আমরা নিজেরা বুঝ করে নিচ্ছি। তবে ঘেরে কোনো মাছ ছিল না।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে । অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মংচিন থান
বরগুনা প্রতিনিধি

Leave a Reply