(রিপন ওঝা,মহালছড়ি)
মহালছড়িতে গ্রামীণ ব্যাংকের শাখার সকল সদস্যদের মাঝে ৪জুলাই ২৪ বৃহস্পতিবার নানান জাতের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
সারাদেশের ন্যায় মহালছড়িতে বৃক্ষরোপন কর্মসূচী-২০২৪ এর অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক রাঙ্গামাটি জোনের আওতাধীন খাগড়াছড়ি জেলার মহালছড়ি শাখার সদস্যদের মাঝে পরিবেশ বান্ধব চারা বিতরণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে রাঙ্গামাটি জোনাল অডিট অফিসার মোঃ মিজানুর রহমান মোল্লা।
চলতি বছরে গ্রামীণ ব্যাংকের গাছের চারা লাগানোর অংশ হিসেবে চারা বিতরণের সময়ে খাগড়াছড়ি এরিয়া ম্যানেজার মোঃ মাজহারুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জালাল উদ্দীন, কেন্দ্র ব্যবস্থাপক পূর্নিমা চাকমা, উপজেলা আওয়ামী লীগ সদস্য মোঃ কালাম সওদাগর, কর্মচারী মোঃ সাইফুল ইসলাম এবং উক্ত কেন্দ্রের সম্মানিত গ্রাহক সদস্যগণ উপস্থিত ছিলেন।
বিতরণ কালে উপস্থিত সদস্যদের মাঝে প্রধান অতিথি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই গ্রামীণ ব্যাংক বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে দেশের সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখছে। গ্রামীণ ব্যাংক, দারিদ্র বিমোচনে সক্রিয় ভুমিকা রেখে, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার প্রধানমন্ত্রীর মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রহণী ভুমিকা রেখে চলেছে এবং ভবিষ্যতেও রাখবে।
এসময়ে মহালছড়ি উপজেলা শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জালাল উদ্দীন বলেন, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকের কর্ম পরিকল্পনায় সারাদেশে ৩০কোটি চারা রোপন করা হবে। তারই ধারাবাহিকতায় মহালছড়ির প্রতিটি কেন্দ্রের সকল সদস্যদের মাঝে চারা বিতরণ করা হবে।

Leave a Reply