নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করলেন নাইন্টি

জাকিরুল ইসলাম জাকির:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে তাজওয়ার ফাহিম নাইন্টি শপথ গ্রহণ করেছেন। বুধবার সকাল সাড়ে ১০ টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানবৃন্দকে শপথ বাক্য পাঠ করান রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন। শপথ পাঠ শেষে বিভাগীয় কমিশনার সবাইকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় বিভাগীয় কমিশনার জাকির হোসেন বলেন, আপনাদের যারা ভোট দিয়েছে আর যারা ভোট দেননি, তাদের সবার অভিভাবক আপনারা। পুরো উপজেলাবাসীর দায়িত্ব আপনাদের কাঁধে। এই দায়িত্ববোধ থেকে সবার জন্য সমানভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, যারা ভোট দেয়নি তাদেরকে বঞ্চিত করা যাবে না। আপনারা উপজেলার সবাইকে নিয়ে কাজ করবেন, আমরা আপনাদের পাশে আছি। এর পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষদের সেবা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।

স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক আবু জাফরের সভাপতিত্বে ও স্থানীয় সরকারের উপ-পরিচালক রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ কমিশনার মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রমুখ উপস্থিত ছিলেন।

মো: জাকিরুল ইসলাম
বিরামপুর, দিনাজপুর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *