গ্রামীণ ব্যাংক ইমাদপুর শাখায় বৃক্ষ রোপণ কর্মসূচী পালন

রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন।

গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের কর্মসূচি অনুযায়ী ২০২৪ সালে ৩০ কোটি বৃক্ষ রোপনের মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে গত ৪ জুলাই বৃক্ষ রোপণের ” প্রথম বিশেষ দিবস ” ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর জোন,পীরগঞ্জ এরিয়ার আওতাভুক্ত রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইমাদপুর শাখায় বৃক্ষরোপণ কর্মসূচি জোড়ালোভাবে পালিত হয়েছে।
উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন, গ্রামীণ ব্যাংক ইমাদপুর শাখা ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন, মোহাম্মদ মোন্নাফ মিয়া (সেকেন্ড ম্যানেজার) আইয়ুব আলী (অফিসার) মোতালেব হোসেন, শাহিন আলম,, সিরাজুল ইসলাম, সুমাইয়া শাহরিন, মোহাম্মদ আপেল সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে শাখা ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান বলেন, গাছ আমাদের অকৃত্রিম বন্ধু, উত্তপ্ত পৃথিবীকে বাসযোগ্য করতে গাছ অগ্রনী ভূমিকা পালন করে।গাছ আমাদের জ্বালানি চাহিদা পূরণ করে,কার্বনডাই অক্সাইড গ্রহণ করার মধ্য দিয়ে এবং অক্সিজেন ত্যাগ করার মধ্য দিয়ে গাছ এ বসুমাতাকে মায়ের মতো আগলে রেখেছে । তাই বলা যায় গাছ আমাদের অকৃত্রিম বন্ধু ফলে আসুন চারা রোপণের মৌসুমে আমরা বেশি বেশি করে চারা লাগিয়ে পৃথিবীকে বাসযোগ্য হিসেবে গড়ে তুলি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *