মিথুন সাহা,
গত ০৩ জুলাই, ২০২৪,খ্রিঃ ২২.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানাধীন ০২নং বোয়ালখালী ইউপির জামতলী ব্রীজ সংলগ্ন পূর্ব পাশে মুসলিম চেয়ারম্যানের ভাড়া দেওয়া বাড়ীর সামনে দীঘিনালা টু খাগড়াছড়ি পাকা রাস্তার উপর পুলিশের উপস্থিতি টের পাইয়া একজন মহিলা ডান হাতে থাকা সাদা পলিথিন সহ কৌশলে পালানোর চেষ্টাকালে তিনি সংগীয় নারী ফোর্সের সহায়তায় মোছাঃ তাহেরা (৪৯), স্বামী— মোঃ আলমগীর, পিতা— মোঃ আঃ জব্বার, মাতা— মোছাঃ সুফিয়া, সাং— জামতলী, ওয়ার্ড নং—০৮, ০২ নং বোয়ালখালী ইউপি, থানা— দীঘিনালা, জেলা—খাগড়াছড়ি পার্বত্য জেলা আটক করেন। উপস্থিত সাক্ষীদের সম্মুখে নারী পুলিশ দ্বারা তল্লাশী প্রাক্কালে মোছাঃ তাহেরা (৪৯) এর ডান হাতে থাকা সাদা রংয়ের পলিথিনের ভিতর রক্ষিত ০৮ (আট) পিচ ইয়াবা ট্যাবলেট, যাহার ০৩ (তিন) পিচ+০৩ (তিন) পিচ+০২ (দুই) পিচ ইয়াবা ট্যাবলেট আলাদা আলাদা ভাবে নীল পলিথিনে মোড়ানো প্রাপ্ত হইয়া ০৩ জুলাই, ২০২৪,খ্রিঃ ২২.৩০ ঘটিকার সময় জব্দ তালিকামূলে জব্দ করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দিঘীনালা থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply