পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল  কর্তৃক বিনামূল্যে চোখের ছানি মুক্ত করার লক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন ।
গতকাল মঙ্গলবার পীরগঞ্জ ডাযাবেটিস এন্ড জেনারেল হাসপাতাল  হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন  করা হয়।
সংবাদ সম্মেলনে পীরগঞ্জ ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম বলেন, গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুর এর মেডিকেল টীম ৬ জুলাই চোখের ছানি পড়া রোগীদের বিনামূল্যে অপারেশনের মাধ্যমে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করবেন। তিনি আরও বলেন, ছানি মুক্ত পীরগঞ্জ চাই।
এ সময় আলোচনায় অংশন নেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ব্যাংক কর্মকর্তা দাবিরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি  সাংবাদিক জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক  নসরতে খোদা রানা, ডায়াবেটিস সমিতির  কোষাধক্ষ্য সোলেমান আলী প্রমুখ। 
এন এন রানা
পীরগঞ্জ, ঠাকুরগাঁও

Leave a Reply