চারঘাট থানা চত্তরে দেখা মিললো রাসেল ভাইপার

মাজেদুর রহমান (মাজদার)
বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা কুঠিপাড়া, পিরোজপুর এলাকায় এখন রাসেল ভাইপার আতঙ্ক বিরাজ করছে। এবার যোগ হলো চারঘাট মডেল থানা। সোমবার রাতে হঠাৎ থানায় দেখা মেলে রাসেল ভাইপার সাপের। এতে থানায় কর্মরত অফিসার ফোর্সদের মাঝে রাসেল ভাইপার আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে থানা পুলিশ সাপটিকে মেরে ফেলেছেন।
মডেল থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, সোমবার রাতে থানা ওয়াস রুমে যাওয়ার সময় হঠাৎ একটি রাসেল ভাইপার সাপ ফসকে করে কামড় দিতে আসলে পা সড়িয়ে নিই। পরে থানার অফিসার ফোর্সদের সহযোগীতায় সাপটি মেরে ফেলা হয়েছে। এর আগে বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা কুঠিপাড়া, পিরোজপুর এলাকায় রাসেল ভাইপার দেখা দিলেও এই প্রথম চারঘাট থানা চত্তরে দেখা গেলো। এতে অফিসার ফোর্সদের মাঝে আতঙ্ক রয়েছে।
এবিষয়ে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান জানান, গত কয়েকদিন ধরে থানা চত্তরে কিটনাশক প্রয়োগ করে আগাছা পরিস্কার করা হয়েছে। ধারনা করা হচ্ছে থানাটির পার্শ্বে পদ্মা নদীর কাছাকাছি হওয়ায় সাপটি থানা চত্তরে চলে আসছে। সকলকে সচেতন থাকা ও তিনি বাড়ীর আশে পাশে পরিস্কার পরিছন্ন রাখার জন্য এলাকাবাসীকে অনুরোধ জানিয়েছেন। #

মাজেদুর রহমান( মাজদার)
পুঠিয়া রাজশাহী

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *