মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার।।
উত্তম কুমার ব্যানার্জী, রোটারী ক্লাব অব চিটাগং লেইক ভিউ- এর সভাপতি (২০২৪-২৫) নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশে রোটারী ক্লাব অব চিটাগং লেইক ভিউ নানা বিষয়ে সাফল্য অর্জন করেছে। ৩০ শে জুন -২০২৪ থেকে তিনি ক্লাব বোর্ডের সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহন করেছেন। মিঃ উত্তম কুমার ব্যানার্জী, ১৯৮১ সালে চট্টগ্রাম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচ এস সি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে কৃতির্থের সাথে বি এস সি (অনার্স) ও মাস্টার্স কেমিষ্টী ডিগ্রী লাভ করেন। তরুন বয়স থেকে তিনি কেমিষ্ট- কোয়ালিটি কন্ট্রোল (ফার্মাসিউটিকেল), সন্দ্বীপ মুস্তাফিজুর কলেজে কেমিষ্টী প্রভাষক, বিসিআইসির অধীন যমুনা সারকারখানা, বহুজাতিক কোম্পানী কর্ণফুলী ফার্টিলাইজারে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এবং বিসিএস এর আজীবন সদস্য। বর্তমানে তিনি মিরেরসরাই ইকনোমিক জোনে “টেকনিকেল এডভাইজার টু এম ডি” পদে একটি রফতানীমুখী কেমিকল ইনডাস্ট্রীতে দায়িত্বভার গ্রহন করেছেন।
উত্তম কুমার ব্যানার্জী, রোটারী ক্লাব অব চিটাগং লেইক ভিউ- এর সভাপতি নির্বাচিত

Leave a Reply