তারাকান্দায় জুয়াড়ি ও মাদককারবারি সহ গ্রেফতার-৬

আরিফ রববানী ময়মনসিংহ : ময়মনসিংহের তারাকান্দা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫জুয়াড়ি ও ১ মাদককারবারিসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে তারাকান্দা থানা পুলিশ।

রবিবার (৩০জুন) তারাকান্দা থানার বিভিন্ন এলাকায়
অভিযান চালিয়ে তাদেরকে নগদ টাকা ও বিভিন্ন মাদকদ্রব্যসহ আটক করা হয়।

তারাকান্দা থানা সুত্রে জানা গেছে-তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ওয়াজেদ আলীর নেতৃত্বে এস.আই আজিজ, শামিম, এএসআই সুজন, নজরুল, আরমান সংগীয় ফোর্স সহ পৃথক অভিযানে ৩০০ গ্রাম গাজা সহ একজন এবং জুয়া খেলার সময় হাতেনাতে ০৫ জন জুয়ারি কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকমতদের নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছে থানা পুলিশ।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি ওয়াজেদ আলী জানান-তারাকান্দা থানার মামলা নং-১৯(০৬)২০২৪ ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, এর ৩৬(১) এর সারণির ১৯ (ক) এর এজাহারনামীয় আসামী ফুলপুর উপজেলার বালিয়া গ্রামের আব্দুল আজিত এর পুত্র মোঃ হানিফ (২৫), বেশ কিছুদিন যাবৎ তারাকান্দা সহ জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তারাকান্দায় মাদক সরবরাহকালে তাকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ৩০০গ্রাম গাঁজাসহ আটক করা হয়। অপর দিকে একই দিনে তারাকান্দা থানার অধর্তব্য মামলা নং-৪৭, তাং-৩০/০৬/২০২৪ ইং, ধারা-১৮৬৭ সনের জুয়া আইনের ৪ ধারা এর আসামী উপজেলার বকশীমুল এলাকার জাবেদ আলীর পুত্র মো: শামছুদ্দিন (৬০),ইউছুফ আলীর পুত্র আব্দুল মতিন (৪০), ধলির কান্দা এলাকার মৃত আনির উদ্দীনের পুত্র মো: হযরত আলী (৫৫), আব্দুল মোতালেব এর পুত্র মো: আজিজুল হক (৪৮) মাসকান্দা এলাকার মৃত হুসেন আলীর পুত্র মো: আবুল বাশার (৫৫)কে জুয়া খেলার অপরাধে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা বেশ কিছুদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।এবিষয়ে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করে আসামীগনদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। তিনি জানান- তারাকান্দা থানা এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যে কোন অপরাধ নির্মুলে পুলিশ কোন অপরাধীকে ছাড় দিবেনা।আমাদের অভিযান অব্যাহত থাকবে। এব্যাপারে সকলের সহযোগীতা কামনা করেন ওসি ওয়াজেদ আলী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *