সুজানগরে দলিল লেখক সমিতির হানিফ সভাপতি, কালাম সম্পাদক ও মোজাম্মেল হক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

এম এ আলিম রিপনঃ উৎসবমুখর পরিবশে পাবনার সুজানগর উপজেলা দলিল লেখক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোঃ আবু হানিফ সভাপতি, কালাম চৌধুরী সাধারণ সম্পাদক ও মোজাম্মেল হক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। সভাপতি পদে আবু হানিফ চেয়ার প্রতীক নিয়ে ৬৮ ভোট পেয়ে বিজয়ী হন,তার নিকটতমপ্রতিদ¦ন্দ্বী আফছার আলী দোয়াত কলম প্রতীক নিয়ে পান ২১ ভোট। সাধারণ সম্পাদক পদে কালাম চৌধুরী ফ্যান প্রতীক নিয়ে ৬৫ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতমপ্রতিদ¦ন্দ্বী ইসমাইল হোসেন দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে পান ২৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোজাম্মেল হক গোলাপ ফুল মার্কা প্রতীক নিয়ে ৬৩ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতমপ্রতিদ¦ন্দ্বী কামাল হোসেন ছাতা প্রতীক নিয়ে পান ২৫ ভোট। নির্বাচনে নির্বাচন কমশিনারের দায়িত্ব পালন করেন দলিল লেখক আব্দুল ওহাব। এদিকে নির্বাচনে বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় সুজানগর উপজেলা দলিল লেখক সমিতির নব নির্বাচিত সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক কালাম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বলেন তারা যেন তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন এজন্য সকলের নিকট আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এম এ আলিম রিপন
সুজানগর পাবনা প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *