পঞ্চদশ সংশোধনী বাতিল ও সংবিধানে সকল জাতিসত্ত্বার স্বীকৃতির দাবীতে পানছড়িতে বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ

বিশেষ প্রতিনিধি

পঞ্চদশ সংশোধনী বাতিল ও সংবিধানে সকল জাতিসত্ত্বার স্বীকৃতির দাবীতে পানছড়িতে বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ৩০ ‘জুন) সকাল ১১টা থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলার বাবুড়া পাড়া এলাকায় বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আয়োজক ছিল পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ। গণসমাবেশ শুরুর আগে একটি বিক্ষোভ মিছিল বাবুড়া পাড়া এলাকা প্রদক্ষিণ করে। মিছিল পরবর্তী গণসমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বরুণ চাকমা, ইউপিডিফ প্রতিনিধি সুর মঙ্গল চাকমা, পিসিপি সভাপতি সুনীলময় চাকমা ও জনপ্রতিনিধি নীতি চাকমা প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *