জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন জামালপুরের এডিসি সাইফুল

স্টাফ রিপোর্টারঃ
জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখায় এ বছর জামালপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো. সাইফুল ইসলাম জেলা পর্যায়ের জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।

প্রশাসন ক্যাডারের ৩১তম বিসিএস ব্যাচের দক্ষ ও মেধাবী এই কর্মকর্তা তার বর্তমান কর্মস্থল জামালপুর জেলা প্রশাসনে গত ২০২৩ সালের ২৮ শে জানুয়ারি যোগদান করে পহেলা ফেব্রুয়ারী অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হিসাবে দায়িত্ব গ্রহণ করে গত প্রায় দেড় বছর ধরে কর্মরত রয়েছেন। তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) হিসেবে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

এর আগে তিনি গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ময়মনসিংহ সদরের উপজেলা নির্বাহী অফিসার হিসাবে তার দক্ষতা কাজে লাগিয়ে সুনাম অর্জন করেছেন।

দায়িত্ব পালন করতে গিয়ে জেলাব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের টাকা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা এনেছেন।

জামালপুর জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ শাখায় এখন অধিগ্রহণ করা জমির মালিক ছাড়া অন্য কোনো মধ্যস্বত্বভোগীর স্থান সেখানে আর নেই। দালালদেরও রমরমা কারবারও নেই।

জামালপুর জেলা প্রশাসক মো: শফিউর রহমান
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দিয়ে বলেন, ‘পুরস্কারপ্রাপ্ত সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করে চলেছেন।এজন্য তাঁদেরকে অভিনন্দন ও ভবিষ্যতের জন্য শুভ কামনা জানান তিনি।

শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসক মো: শফিউর রহমান এর হাত থেকে শুদ্ধাচার পুরস্কার গ্রহণ করার পর সংশ্লিষ্ট সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম বলেন-এই পুরস্কার কর্মজীবনে সততার সাথে দেশপ্রেম নিয়ে সেবা প্রদানের দায়বদ্ধতা বাড়িয়ে দিতে আরো বেশী অনুপ্রেরণা যোগাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *