প্রেস বিজ্ঞপ্তি।।
পটিয়া দক্ষিণ আশিয়া আলী আহমদ ডিলার এর বাড়ীর ইব্রাহিম বাচ্চু’র মেধাবী কৃতি সন্তান, মুহাম্মাদ আরমান হোছাইন ক্বাদেরী
ঢাকার মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসার “আরবি প্রভাষক” হিসেবে নিয়োগ পাওয়ায় আশিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আশিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি, কাশিয়াইশ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য ও তরুণ সমাজসেবক হোসেন রনি।৷
পটিয়ার আরমান হোছাইন ঢাকার কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসার নতুন আরবি প্রভাষক

Leave a Reply