গোদাগাড়ীতে স্বাস্থ্য বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে সিসিবিভিও, আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহায়তায় ‘রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী’-এর আওতায় কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য সেবাদানকারী কর্মকর্তা ও কর্মীবৃন্দের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির সদস্যবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ ২৯ শে জুন, শনিবার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোঃ আলী মাজরুই রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো রাজশাহী ব্যুরো প্রধান আবুল কালাম আজাদ

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র প্রকল্প সমন্বয়কারী আরিফ ইথার, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিনিয়র সাংবাদিক কলামিষ্ট মোঃ হায়দার আলী, সাংবাদিক সেলিম সানোয়ার পলাশ, সিসিবিভিও’র প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরীসহ নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রবন্ধ পাঠ করেন সিসিবিভিও’র মনিটরিং ও আইটি কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন।

বিশেষ অতিথি আবুল কালাম আজাদ বলেন, “স্বাস্থ্যসেবায় নৃতাত্তিক জনগণকে সচেতন করতে হবে, বরেন্দ্র অঞ্চলে পানি সংকটেও রক্ষাগোলা সংগঠন যেভাবে দাড়িয়েছিল এবার স্বাস্থ্যসেবাতেও মতবিনিময়ের মাধ্যমে দাড়াচ্ছে। রক্ষাগোলা সংগঠন স্বাস্থ্যসেবার কাজের পাশে দাড়ালে সবাই সচেতন হবে।”। প্রধান অতিথি মোঃ আলী মাজরুই রহমান বলেন, “উপজলো স্বাস্থ্য কমপ্লেক্স ডিজিটাইজেশন করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে সেবার মান বাড়বে, স্বাস্থ্যসেবা নিতে কোন সমস্যা হলে আমার মোবাইল নম্বরে ফোন দিবেন”।

মোঃ হায়দার আলী
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *