বোয়ালখালীতে ট্যাক্সিতে ২০০ লিটার মদ, একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি।।
চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজিচালিত অটোট্যাক্সি থেকে ২০০ লিটার চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় খোরশেদ আলম (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

(২৯ জুন) শনিবার ভোর ৪টায় কানুনগোপাড়া-পটিয়া সড়কের মুকুন্দরামেরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খোরশেদ আলম (৪৫) পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের মইতলা ইউছুপ মাস্টার বাড়ির মৃত শামসুল আলমের ছেলে। ধারনা করা হচ্ছে চোলাই মদ গুলি
ধলঘাট ইউনিয়নের মাদক সম্রাট জহির মল্লর হতে পারে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, সিএনজিচালিত ট্যাক্সিতে করে মদ নিয়ে যাওয়ার সময় খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গাড়ি ও মদ জব্দ করে মামলা দায়ের করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *