ময়মনসিংহ ৩০ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করলেন এসিল্যান্ড রণি

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহ সিটি করপোরেশনের টাউন হল মৌজাস্থিত ছায়া বাণী সিনেমা হল এর দখলে থাকা
খাস খতিয়ানভুক্ত প্রায় ৫৮ শতাংশ জমি উদ্ধার
করে সরকারের নিয়ন্ত্রণে নিয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন। উদ্ধারকৃত ভূমির বর্তমানে বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা।

শুক্রবার (২৮জুন) ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক সদর সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জান রনির নেতৃত্বে এই জমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার সঙ্গে ছিল পৌর ভুমি অফিসের ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম। ভূমি উপ-সহকারী সহ অনেকে।

ময়মনসিংহ সদর সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড আসাদুজ্জামান রণি বিষয়টি নিশ্চিত করে জানান,
ময়মনসিংহ সিটি করপোরেশনের টাউন হল মৌজাস্থিত ছায়া বাণী সিনেমা হল এর দখলে থাকা
খাস খতিয়ানভুক্ত প্রায় ৫৮ শতাংশ জমি বিভিন্ন ব্যক্তির অবৈধ দখলে ছিল। ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী স্যারের উদ্যোগে এবং নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস স্যারের দিক নির্দেশনা মোতাবেক ২৮ জুন শুক্রবার অভিযান পরিচালনা করে ওই খাস জমি সরকারের দখল ও নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তিনি জানান, দীর্ঘদিন যাবত ময়মনসিংহ নগরীসহ উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু চক্র সরকারের সম্পত্তি অবৈধভাবে দখলে রেখে আর্থিকভাবে লাভবান হচ্ছিল। সরকারের সম্পত্তি চিহ্নিত করে ক্রমাগত সরকারের নিয়ন্ত্রণে আনা হচ্ছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস বলেন, অর্পিত ও পরিত্যক্ত সম্পত্তি থেকে সরকারের রাজস্ব ইতোমধ্যে উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে। আইনানুগভাবে সরকারের স্বার্থ আদায়ে আমরা সব কর্মকর্তা তৎপর রয়েছি।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, জেলা প্রশাসন সরকারের স্বার্থ সংরক্ষণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। সরকারের সম্পত্তি অবৈধ দখলদার উচ্ছেদ করে সরকারের নিয়ন্ত্রণে আনার মাধ্যমে একদিকে বেহাত হওয়া সম্পত্তি সরকারের দখলে আনা যাচ্ছে। অন্যদিকে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *