ময়মনসিংহে ব্রহ্মপুত্রের ভাঙনে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান- ইউএনও

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ সদর উপজেলায় কুষ্টিয়া ইউনিয়নে ব্রহ্মপুত্রের ভাঙনে রুপাখালী গ্রামের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেছেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ ও উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস ।

মঙ্গলবার দুপুরে তারা উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের রূপাখালী নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং তাদেরকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মিলন, উপজেলা কৃষক লীগের সভাপতি ইউছুফ আলী,ছাত্রলীগ নেতা মাসুদ রানা বিজয়সহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা।

জানা যায়, হঠাৎ ব্রহ্মপুত্র নদে প্রবল বেগে পানি বেড়ে যায়। এসময় স্রোতের তোড়ে কুষ্টিয়া ইউনিয়নের ইউনিয়নের রুপাখালী গ্রাম এলাকায় ব্রহ্মপুত্রের পাড় ভেঙে গ্রামের কয়েকটি টি ঘরবাড়ি ধসে নদী গর্ভে চলে যায়। বর্তমানে পুরো গ্রামের ঘরবাড়ি অধিক ঝুঁকির মধ্যে রয়েছে।

স্থানীয়রা জানান- উজান থেকে আসা ঢলে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের পানি ক্রমাগত বাড়ছে। পানি বৃদ্ধির কারণে ইতোমধ্যে জেলার সদর উপজেলার কুষ্টিয়া, বোররচর,পরানগঞ্জ,অষ্টধার, ভাবখালী,সিরতাসহ কয়েকটি ইউনিয়নের কয়েকটি গ্রামে ভাঙন দেখা দিয়েছে। ব্রহ্মপুত্রের আগ্রাসী রূপে ওই গ্রামগুলোর মানুষ ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে।

জানাগেছে, ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পাওয়ায় ময়মনসিংহ সদর উপজেলার প্রায় ৭টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে তীব্র ভাঙন দেখা দিয়েছে।

এলাকার ভাঙন অভিজ্ঞরা জানায়, কয়েকদিন ধরে ব্রহ্মপুত্রের পানি বাড়ছে। ক্রমাগত পানি বাড়ার কারণে নদটি যৌবনা হয়ে উন্মত্তরূপ ধারণের অপেক্ষায় রয়েছে। বর্তমানে কিছু কিছু এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে। ব্রহ্মপুত্র আগ্রাসী হলে কারো কিছু করার থাকবেনা- মুহূর্তেই বাড়িঘর-গাছপালা সহ কাঁচা বা পাকা স্থাপনা গ্রাস করে ফেলবে। মঙ্গলবার ক্ষতিগ্রস্ত কুষ্টিয়া ইউনিয়নের রূপাখালী নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *